সকল মেনু

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৭৪

ট্রলারডুবিকক্সজাবাজার প্রতিনিধি : সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে একশোর বেশি যাত্রী নিয়ে ডুবে গেছে একটি ট্রলার। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৪ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে ৩৬ জনকে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আংসাই জানান, চট্টগ্রামের মাঝের ঘাট এলাকা থেকে বুধবার রাতে ১১০ জন যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার দিকে রওনা দেয়।

বৃহস্পতিবার সকালের দিকে কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণ খুদিয়ার টেক পয়েন্টে তীব্র সমুদ্র স্রোত আর অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি ডুবে যায়।

এরপরই স্থানীয় জেলেরা ৩৬ জনকে জীবিত উদ্ধার করে। ঘটনার পর থেকেই উদ্ধার তৎপরতায় কাজ করছে কক্সবাজার কোস্টগার্ড কর্মীরা।

এছাড়া উদ্ধার কাজে অংশ নিতে বেলা সাড়ে ১১ টার দিকে কুতুবদিয়ার উদ্দেশে চট্টগ্রাম থেকে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ তানভীর রওনা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top