সকল মেনু

জর্ডানী জিম্মিকে হত্যার হুমকি দিয়েছে আইএস

জর্ডানী জিম্মিকে হত্যার হুমকি দিয়েছে আইএসআন্তর্জাতিক ডেস্ক : ইরাকী বন্দিকে আজকের মধ্যে মুক্তি না দেয়া হলে জর্ডানের জিম্মিকে হত্যা করার হুমকি দিয়েছে আইএস।

জাপানী জিম্মি কেনজি গোতোর নাম দিয়ে পাঠানো এক অডিও বার্তায় এই হুমকি দেয়া হয়। বার্তা অনুযায়ী বৃহস্পতিবার সূর্যাস্তের আগে ইরাকী বন্দি সাজিদা-আল-রিশায়ীকে মুক্তি না দেয়া হলে জর্ডানের পাইলট কাসাসবেহকে হত্যা করা হবে বলে জানায় কেনজি গোতো।

জাপানী সরকার এই অডিও বার্তায় ব্যবহৃত কণ্ঠ কেনজি গোতোর বলে নিশ্চিত হয়েছে। এদিকে জর্ডানের সরকার এই বন্দি বিনিময়ে একমত হয়েছেন। কাসাসবেহকে জীবিত উদ্ধার করার জন্য তারা সবকিছু করতেই রাজি বলে জানিয়েছেন।

ইরাকী বন্দি সাজিদা-আল- রিশায়ী ২০০৫ সালে জর্ডানে আত্মঘাতী বোমা হামলা করতে গিয়ে ধরা পড়েন। অন্যদিকে মার্কিন জোটবাহিনীতে সামিল জর্ডানের পাইলটকে সিরিয়ায় বিমান হামলা করার সময় আটক করে আইএস জঙ্গিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top