সকল মেনু

হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি পোশাক শিল্প সংশ্লিষ্টদের

হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি পোশাক শিল্প সংশ্লিষ্টদেরনিজস্ব প্রতিবেদক : চলমান রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পোশাক শিল্প। তাই হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন পোশাক শিল্প সংশ্লিষ্টরা।

বুধবার সকালে রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ যৌথভাবে আয়োজিত মানব বন্ধনে তারা এমন দাবি করেন।

এ মানববন্ধনে ‘দেশ বাঁচাও শিল্প বাঁচাও’ , ‘সংঘাত নয় শান্তি চাই’সহ বিভিন্ন শিরোনামের ব্যানারে বস্ত্র ও পোশাক খাত সংশ্লিষ্ট ছাড়াও অন্যান্য শিল্পের প্রায় ৫০টি সংগঠন ও শ্রমিক নেতৃবৃন্দরা অংশ নেয়।

এক পর্যায়ে দীর্ঘ এ মানবন্ধন বিজিএমইএ ভবন থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত পৌঁছে যায়। সকাল ১১টার দিকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে এ মানববন্ধন কর্মসূচী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top