সকল মেনু

দেশি চ্যানেলগুলোকে প্রথমদিকে রাখুন -তথ্যমন্ত্রী

ইনুনিজস্ব প্রতিবেদক : দেশি চ্যানেলগুলোকে টেলিভিশনে প্রথমদিকে রাখতে ক্যাবল অপারেটরদের প্রতি নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রথম ৩০টি চ্যানেলের মধ্যে কোনো বিদেশি চ্যানেল যেনো না থাকে সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের অডিটোরিয়ামে ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াবের সঙ্গে বৈঠকে একথা বলেন তথ্যমন্ত্রী।

পাইরেসির কারণে দেশীয় চলচ্চিত্র ধ্বংসের পথে উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন ছবি মুক্তি পেলেই সিনেমা হলের পাশাপাশি তা চালাতে শুরু করেন ক্যাবল অপারেটররা। এ কারণে দেশীয় চলচ্চিত্র রক্ষায় ক্যাবল অপারেটররা নিজস্ব চ্যানেলের মাধ্যমে দেশি ছবি প্রচার করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।

সভায় ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশনের এস এম আনোয়ার পারভেজ, মীর আক্তার হোসেন, নাদের চৌধুরীসহ নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top