সকল মেনু

সৈয়দপুর বাজারের আগুন ৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সৈয়দপুরনীলফামারী প্রতিনিধি : জেলার সৈয়দপুর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দেড় শতাধিক দোকান। ফায়ার সার্ভিসের টানা ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটিকে নাশকতা বলে সন্দেহ করছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে বাজারের মনিহারি পট্টির একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে চারদিকে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে, সৈয়দপুর ও নীলফামারী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর পার্বতীপুর ও রংপুর থেকে আরো ৬টি ইউনিট এসে তাদের সাথে যোগ দেয়। আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন।

ব্যবসায়ীরা জানান, বাজারে সহস্রাধিক দোকান থাকলেও মনিহারি পট্টিতে আছে দু’শতাধিক। তারা ঘটনাটিকে পরিকল্পিত উল্লেখ করে তদন্তের দাবি করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top