সকল মেনু

কোকোর মরদেহ গুলশানে, দাফন বনানী কবরস্থানে

কোকোনিজস্ব প্রতিবেদক : বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ বিমানবন্দর থেকে নিয়ে আসা হয়েছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। দলের নেতা-কর্মী ও পরিবারের সদস্যরা এখানেই তার প্রতি শ্রদ্ধা জানাবেন।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ নিয়ে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় কোকো’র স্ত্রী, দুই মেয়েসহ মামা শামীম ইস্কান্দার তার সাথে ছিলেন। বিএনপি’র শীর্ষস্থানীয় ৫ নেতা বিমানবন্দরে কোকোর কফিন গ্রহণ করেন।

জানাজা’র জন্য গুলশান কার্যালয় থেকে কোকোর মরদেহ বায়তুল মোকাররম মসজিদে নেয়া হবে।

এদিকে, আরাফাত রহমান কোকো’র মরদেহ বনানী কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিছুক্ষণ আগে দলের পক্ষ থেকে একথা জানানো হয়। এর আগে সামরিক কবরস্থানে দাফনের অনুমতি মেলেনি বলে জানিয়েছেন ২০ দলীয় জোটনেতা ও কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহম্মদ ইব্রাহিম।

মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top