সকল মেনু

এবার নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেবে ডিএমপি

DMPনিজস্ব প্রতিবেদক : নাশকতাকারীদের ধরিয়ে দিলে এবার এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি। সোমবার দুপুরে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুরের সময় হাতেনাতে গ্রেফতারে সহায়তা করলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ককটেল, পেট্রোল বোমা নিক্ষেপকালে অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া, ককটেল, পেট্রোল বোমা বা বিস্ফোরণ মজুদ বা প্রস্তুতকালে কেউ যদি কোনও তথ্য দেয় তথ্যদাতাকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।’

এ সময় তিনি বলেন, সহিংসতাকারীদের এক চুলও ছাড় দেয়া হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top