সকল মেনু

রংপুরে জামায়াতকর্মী সহ ২ জন গ্রেফতার

পেট্রল বোমাইকবাল হোসেন, রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা ছুড়ে শিশু নারীসহ ৬ জনকে পুড়িয়ে মারার ঘটনায় জামায়াতের ২ জনকে  গ্রেফতার করেছে পুলিশ। রেবাবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির জানান, বাসে পেট্রোল বোমা মারার মামলার আসামীদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। তারা গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার বড়হযরতপুর এলাকায় রোববার ভোরে অভিযান চালায়। এরপর সেখান থেকে জামায়াতের কর্মী তোফাজ্জল হোসেন দুদু এবং মনসুর আলী নামে দুজনকে গ্রেফতার করে। দুদুর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় নাশকতাসহ বিভিন্ন অভিযোগে আরো ৫টি মামলা রয়েছে। এনিয়ে বাসে পেট্রোল বোমা মামলায় মোট ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। তিনি আরো জানান, এই নাশকতার পরিকল্পনাকারিদেরও গ্রেফতারে মাঠে রয়েছে গোয়েন্দা সদস্য এবং পুলিশ। গত ১৩ জানুয়ারী রাতে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গীর বাতাসন ফতেপুর নামকস্থানে খলিল এক্সক্লুসিভ পরিবহনের একটি নৈশ কোচে দুর্বৃত্তরা পেট্রোল হামলা করে। এতে শিশুসহ ৬ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এরপর মিঠাপুকুর থানার এসআই আবদুর রাজ্জাক বাদি হয়ে ৮০ জনের নাম উলে¬খ্য করে এবং অঞ্জাত ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top