সকল মেনু

নাশকতাকারীদের ধরিয়ে দিতে র‌্যাবের পুরস্কার ঘোষণা

46778নিজস্ব প্রতিবেদক : অবরোধে নাশকতাকারীদের তথ্য ও আটকে সহযোগীতা কারীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে র‌্যাব। শনিবার বেলা সাড়ে ১১ টায় র‌্যাবের হেড কোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, দেশে একটি গোষ্ঠির নির্দেশে বিভিন্ন স্থানে বোমা হামলা ও গাড়ীতে আগুন দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। এই হত্যাকারীদের নির্দেশদাতা ও হামলাকারীদের বিষয়ে তথ্য, তাদের সনাক্ত, হাতেনাতে আটক ও নিজেদের মোবাইলে তাদের ভিডিও ও ছবি ধারণ করে র‌্যাবের কাছে সরবরাহকারী যে কেউ এই পুরস্কার পাবেন।

পুরস্কারের পরিমাণ সর্বোচ্চ ১ লাখ থেকে সর্বনিম্ন ১০ হাজার টাকা পর্যন্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top