সকল মেনু

ইংলাক সিনাওয়াত্রা রাজনীতি থেকে পাঁচ বছর নিষিদ্ধ

ইনলাকআন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির সরকার। শুক্রবার ইংলাককে অভিশংসিত করে রাজনীতিতে পাঁচ বছরের জন্য তাকে নিষিদ্ধের পক্ষে দেশটির পার্লামেন্টে ভোট দেন আইনপ্রণেতারা। সংবাদ মাধ্যম জানায়, চালে ভর্তুকির বিতর্কিত প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তার বিরুদ্ধে অভিশংসনে ভোট দেন পার্লামেন্ট সদস্যরা। ২০১৪ সালের মে মাসে আদালতের নির্দেশে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন ইংলাক। আর এর কয়েকদিনের মাথায় সেনাবাহিনী ক্ষমতা দখল করে। দেশটিতে এখন সেনা সমর্থিত সরকার দায়িত্ব পালন করছে। যে অভিযোগে ইংলাককে নিষিদ্ধ করা হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করে আসছে তার সমর্থকরা। তাদের দাবি ইংলাক এবং তার পরিবারের সদস্যদের রাজনীতি থেকে দুরে রাখতেই এই অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top