সকল মেনু

জয়পুরহাটে শিশু সংগঠনের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

 এসএস মিঠু , জয়পুরহাট  : জাতীয় বাজেটে শিশুদের আরো অগ্রাধিকার ভিত্তিক বরাদ্দ দেয়ার দাবিতে জয়পুরহাটে সংবাদ সম্মেলন করেছে শিশু ফোরাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ন্যাশনাল চিলড্রেন টাস্ক র্ফোস এনসিটিএফ নেতৃবৃন্দরা ।শুক্রবার সকাল ১১টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ল্ডভিশন জয়পুরহাট -এডিপি’র চাইল্ড লেভেল এর জেনারেল সেক্রেটারি দাস হাসি। লিখিত বক্তব্যে জানানো হয়, অতীতে জাতীয় বাজেটে শিশুদের জন্য ৫৫ টি প্রকল্প বরাদ্দ করা হলেও চলতি বাজেটে তা কমিয়ে ২১ টি করা হয়েছে। যা বিগত বছরের তুলনায় অর্ধেকেরও কম। তাই ২০১৫-১৬ অর্থ বছরে শিশুদের জন্য অবিলম্বে সুর্নিদিষ্ট বাজেট বরাদ্দ, শিক্ষাখাতে জিডিপির ১ভাগ থেকে বাড়িয়ে ৬ ভাগ করা, স্বাস্থ্যখাতে জিডিপির ৬ ভাগ বরাদ্দ করা, শিশুদের সুরক্ষায় জিডিপির ২ ভাগ বরাদ্দ করা ও জেলা ভিত্তিক শিশু উন্নয়নে সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ সহ ৫ দফা দাবি পূরনে  সরকারের প্রতি জোর দাবি জানানো হয় ওই সংবাদ সম্মেলনে। ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এডিপির স্পন্সরশীপ টিমলিডার ডানিয়েল সরকার, রাজশাহী বিভাগের শিশু গবেষক শারমীন আকতার, রাজশাহী বিভাগীয় সিআর ও সভাপতি এনসিটিএফ সালেহুর রহমান, সাধারন সম্পাদক রানু চন্দ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top