সকল মেনু

সঙ্কট সমাধানে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে স্পিকারের আহ্বান

SPKERনিজস্ব প্রতিবদেক : চলমান রাজনৈতিক সংকট সমাধানে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তিনি সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে বলেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাজনৈতিক সহিংসতায় আহত ব্যক্তিদের দেখতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি এ সময় এই ধরনের ঘটনার নিন্দা জানিয়ে, সন্ত্রাস, সহিংসতা রাজনৈতিক দাবি আদায়ের কোনো হাতিয়ার হতে পারে না বলেও উল্লেখ করেন।

চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকার ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, ‘সমগ্র দেশের জনগণকে সাথে নিয়ে আমরা চলমান সহিংসতায় প্রতিরোধে ইতোমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি অচিরেই এ সহিংসতা বন্ধ হবে। প্রত্যেকটি দেশে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যদিয়ে দেশ এগিয়ে যায়। তার মানে এই নয় জ্বালাও- পোড়াও করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top