সকল মেনু

নাশকতা ঠেকাতে ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতার আহ্বান

Inueনিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস নাশকতা জ্বালাও পোড়াও ঠেকাতে ইলেকট্রোনিক মিডিয়ার সহযোগিতা চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিক, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ আহ্বান জানান তিনি।

এ সময় সন্ত্রাস ও নাশকতায় উৎসাহিত করে এমন কোনো সংবাদ প্রচার না করার বিষয়ে একমত হয়েছেন বলে বেসরকারি টেলিভিশন মালিক ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়।

আনুষ্ঠানিক ব্রিফিং-এ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে মুক্তিযুদ্ধবিরোধী শক্তিরা এসব সহিংসতা চালাচ্ছে। এসব সরকার পতন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, কোনো চাপ নয় বরং সন্ত্রাস দমনে গণমাধ্যম ও সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top