সকল মেনু

‘দূরপাল্লার যান চলাচলে ব্যবস্থা নেবে সরকার’

Obaidulনিজস্ব প্রতিবেদক : দূরপাল্লার যানচলাচল স্বাভাবিক করতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, সড়কপথে যেসব সহিংসতা চলছে এতে পরিবহন মালিকরা দূরপাল্লার গাড়ি চলাচলে ভীত নয়।

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২য় কাচপুর, মেঘনা ও গোমতী সেতু নির্মাণে দরপত্র আহ্বান বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, দরপত্র আহ্বান করা হয়েছে। কাজ শুরু হবে নভেম্বর থেকে।

দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মন্ত্রী বলেন, ‘আন্দোলন বলতেই এখন সহিংসতা ও নাশকতা। ফলে দূরপাল্লার গাড়ি ছাড়তে কেউ কেউ  দ্বিধাগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে আমি নেতৃবৃন্দের সাথে বসে আলোচনা করবো। এবং ব্যবস্থাগ্রহণ করবো কিভাবে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যদিয়ে দূরপাল্লার যানবাহন চালনো যায়। সরকারের পক্ষ থেকে প্রশাসনিকভাবে সবধরনের সহায়তা দেয়া হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top