সকল মেনু

ঢাকা-খুলনায় চলছে ৪৮ ঘণ্টার হরতাল

46678নিজস্ব প্রতিবেদক : নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-গ্রেপ্তার, নির্যাতনের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি চেয়ে রাজধানী ঢাকাসহ ঢাকা ও খুলনা বিভাগে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে লাগাতার অবরোধের মধ্যেই রাজধানীসহ ঢাকা বিভাগের ১৭ জেলা এবং খুলনা মহানগরীসহ ওই বিভাগের ১০ জেলার নেতাকর্মীরা এ হরতাল কর্মসূচি পালন করছেন।
বুধবার সকাল ছয়টা থেকে থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত এ হরতাল চলবে।
হরতালে বিভাগ দুটির জেলার থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। শহরের দোকান-পাটও তুলনামূলক কম খুলেছে। তবে গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কড়া পাহারায় রয়েছে।
সোমবার রাতে দলের পক্ষ থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই হরতাল ঘোষণা দেন।
অন্যদিকে, বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা জেলা ও মহানগরে ছাত্রদল হরতাল পালন করছে।
কথিত ‘বন্দুকযুদ্ধের’ নামে খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যার প্রতিবাদে ছাত্রদল এ হরতাল পালন করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top