সকল মেনু

রাজনৈতিক সহিংসতা: বীমা শিল্পে প্রতিদিন ক্ষতি ১৫ কোটি টাকা

Bimaনিজস্ব প্রতিবেদক : গত কয়েক দিনের টানা রাজনৈতিক সহিংসতায় ৪শ’ যানবাহন ভাংচুর এবং অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন বিআইএ সভাপতি শেখ কবির হোসেন।

সোমবার বিআইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় হরতাল অবরোধের মত কর্মসূচী চলায় বীমা শিল্পে প্রতিদিন ১৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।

এছাড়া, গত নির্বাচনকালীন সহিংসতায় বীমাখাতে ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়। এসময় বীমাখাতের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা ইডরা’র জনবল বাড়ানোর আহ্বান করা হয় ।

বিআইএ সভাপতি শেখ কবির হোসেন বলেন, ‘যে হরতাল গণতান্ত্রিক অধিকার সে হরতাল আমাদের দেশে হয় না। আমাদের দেশে যেটা হয় পেশি শক্তির রায়ের জন্য হরতাল। বেশিরভাগ লোক গাড়ি নিয়ে বের হয় না যে ভেঙ্গে ফেলবে বা আগুন দিবে সেই ভয়ে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top