সকল মেনু

‘দেশে মানুষ মেরে ক্ষমতায় যাওয়ার সংস্কৃতি চলছে’

এরশাদনিজস্ব প্রতিবেদক : দেশে এখন মানুষ মেরে ক্ষমতায় যাওয়ার সংস্কৃতি চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় চলমান সঙ্কট নিরসনে দেশের স্বার্থে সব দলকে নিয়ে জাতীয় পার্টি আলোচনায় বসার উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

এরশাদ বলেন, ‘ক্ষমতায় যাওয়ার মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। যে মানুষগুলো পুড়ে মরছে তাদের স্বার্থেই তো আমরা রাজনীতি করি। তাদের স্বার্থ যদি আমরা না দেখি, তাহলে আমাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। আসুন আমরা এক সঙ্গে বসে আগামীতে রাজনৈতিক কালচার কি হবে, সংস্কৃতি কি হবে, কিভাবে রাজনীতি পরিচালিত হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিই। তাহলেই হয়তো আমরা সংঘাতময় রাজনীতি থেকে রক্ষা পাবো।’

তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচনের কথা ভাবছি না। নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক সংস্কৃতি ঠিক করতে হবে। আমরা কিভাবে নির্বাচন করবো, নির্বাচনের পর বিরোধীদলের সঙ্গে কিভাবে আচরণ করা হবে এসব বিষয় ঠিক করতে হবে আগে। চলমান সহিংস রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘সঙ্কটটা ক্ষমতায় যাওয়া নিয়ে, জনগণের সমর্থন নিয়ে নয়। সহিংসতা করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটাই সংকট।’

এরশাদ এ সময় পাশের দেশ ভারতের উদাহরণ দিয়ে বলেন, ‘আমরা পার্শ্ববর্তী দেশে দেখেছি সেখানে নির্বাচন হয়েছে, তারা কাউকে জেলেও পাঠায়নি ফাঁসিও দেয়নি। আগুনে পুড়েও মারেনি। তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। বাংলাদেশ বিশ্বের শান্তিপূর্ণ একটি দেশ। তাই আশা করি এ উদ্ভূত পরিস্থিতি একদিন শেষ হবে। আমরা সবাই শান্তিতে থাকতে পারবো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top