সকল মেনু

হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইনের সেবা বন্ধ

81073_968574নিজস্ব প্রতিবেদক : ইন্টারনেটে ফ্রি কল, চ্যাট ও কনটেন্ট আদান প্রদানের সফটওয়্যার ভাইবার ও ট্যাঙ্গোর পর এবার এ ধরনের আরো তিনটি অ্যাপসের সেবা বন্ধ করে দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ, মাইপিপল, লাইন।

এছাড়া নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে। ভাইবার ও ট্যাঙ্গো গতকাল রবিবার দিবাগত রাত ১২টার পর খুলে দেয়া হলেও এখন সবগুলো সেবা আগামী ২১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে বিষয়টি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top