সকল মেনু

ধর-পাকর ও ককটেল বিস্ফোরণের মধ্যদিয়ে ভোলায় হরতাল পালিত

ভোলাএম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধি : জেলা বিএনপির সাধারণ সম্পাদকে গ্রেফতারের প্রতিবাদে আজ ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। হরতালের সমর্থনে ভোলায় দু’একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপির ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।
এদিকে, হরতাল ও অবরোধের কারণে সোমবার সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। এছাড়া ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি মোবাশ্বের আলী জানান, এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top