সকল মেনু

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় ট্যাংকলরীর চলাচলে নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে ব্যাবসায়ীদেও আবেদন

খুলনানিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগসহ দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় ট্যাংকলরী চলাচলে প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ডিআইজি’র কাছে ব্যবসায়ীরা লিখিত আবেদন করেছেন। গত শুক্রবার বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন ও বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ হারুন আল-রশিদ স্বাক্ষরিত একটি পত্রে এ আহ্বান জানানো হয়। এছাড়া পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক, খালিশপুর ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জকে এ পত্রের অনুলিপি প্রদান করা হয়েছে। লিখিতপত্রে ব্যবসায়ীরা উল্লেখ করা হয় যে, বর্তমানে খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুরের ১৩ জেলায় পুরোদমে ইরিগেশন মৌসুমে সেচ কাজ অব্যাহত রয়েছে। এ সময় সারাদেশে রাজনৈতিক দলের ডাকা সড়ক অবরোধ চলছে। সেচ মৌসুমে কৃষি কাজের কথা বিবেচনা করে এবং সরকারের অপূরণীয় ক্ষতির কথা বিবেচনা করে রাস্তায় ঝুঁকি থাকা সত্ত্বেও জ্বালানী ব্যবসায়ীরা জ্বালানী তেল ডিপো থেকে উত্তোলন করে ট্যাংকলরীর মাধ্যে ১৩ জেলায় প্রতিদিন জ্বালানী সরবরাহ করছেন। কিন্তু সম্প্রতি অবরোধকারীরা ট্যাংকলরীর উপর হামলা এবং কালিগঞ্জের বারোবাজার, যশোর পালবাড়ি এবং খালিশপুর কাশিপুর মোড়ে ট্যাংকলরী ভাঙচুর করেছে। এছাড়া যমুনা অয়েল কোম্পানি ডিপোর সামনে এবং পদ্মা অয়েল কোম্পানি ডিপোর সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। ফলে সমস্ত জ্বালানী ব্যবসায়ীরা ভীত, আতঙ্কিত হয়ে পড়েছে। তবুও দেশের স্বার্থে জ্বালানী সরবরাহ অব্যাহত রয়েছে। ফলে প্রশাসনের জোরালো নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের আহ্বান জানানো হয়। উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতার কারনে গত ৭ জানুয়ারি পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানির পক্ষ থেকে নিরাপত্তা চেয়ে কেএমপি পুলিশ কমিশনারসহ বিভিন্ন দপ্তরে পত্র দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top