সকল মেনু

হত্যাকারীর উপযুক্ত বিচার দাবী জেসমিনের বাবা-মায়ের

  ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: অবশেষে অবরোধে দুবৃত্তদের আগুনে পুড়ে যাওয়া ৫ম শ্রেণির ছাত্রী জেসমিনের লাশ শনাক্তের জটিলতায় ৫ দিন পর শনিবার মধ্যরাতে দাফন করা হয়। জানা যায়,জেসমিন উলিপুরের তবকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে পড়ত। তার বাবার নাম আব্দুল জব্বার ঢাকায় রিক্সা চালাতেন। গত মঙ্গলবার কুড়িগ্রামের খলিল স্পেশাল বাসে চরে বাবা ও মাকে ঢাকায় দেখতে যাওয়ার পথে মিঠাপুকুরে ২০ দলীয় জোটের অবরোধের সময় দুবৃত্তদের পেট্রোল বোমার আগুনে ৪ জনসহ বাসের ভেতর পুড়ে মারা যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার পুড়ে যাওয়া লাশ জেসমিনের বাবা মা চিনতে না পারায় শনাক্ত করার কোন উপায় ছিলনা। তখন থেকে ৫দিন পরে শনিবার ডিএনএ টেষ্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে জেসমিনের বাবা-মার হাতে লাশ হস্তান্তর করে পুলিশ। জেসমিনের গ্রামের বাড়ি উলিপুরের ধামশ্রেণীতে শনিবার মধ্যরাতে দাফন করা হয়। এসময়  তার বাবা মা এ নির্মম হত্যা কান্ডের উপযুক্ত বিচার দাবি করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top