সকল মেনু

বিএনপি নষ্ট রাজনীতি থেকে বেরিয়ে আসলে সংলাপ হতে পারে

হানিফনিজস্ব প্রতিবেদক : বিএনপি নষ্ট রাজনীতি থেকে বেরিয়ে আসলে সংলাপের ব্যাপারটি ভেবে দেখবে আওয়ামী লীগ। শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

হানিফ বলেন, বিএনপিকে আগে নষ্ট রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। নাশকতা-জঙ্গিবাদের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। অবরোধ প্রত্যাহার করতে হবে। জ্বালাও-পোড়াও বন্ধ করতে হবে। তারপর সংলাপের ব্যাপারটি ভেবে দেখবে আওয়ামী লীগ।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনীতি যদি করতে হয়, রাজনীতির ধারায় ফিরে আসতে হবে। এই নষ্ট রাজনীতি বন্ধ করুন। বিএনপি আজ নষ্ট দল হিসেবে চিহ্নিত হয়েছে। অবরোধের নামে মানুষ হত্যা বন্ধ করতে হবে। প্রত্যেক দলের গণতান্ত্রিক অধিকার আছে। সেই গণতান্ত্রিক সুফল তারা ভোগ করবে। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। আমরা সবসময় সব দলের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং সে ব্যাপারে সবসময় আমরা সহযোগিতা করব।

‘বিএনপি চেয়ারপারসন যদি বাসায় ফিরে যান, সব কর্মসূচি প্রত্যাহার করে নেন তাহলে কি আপনারা সংলাপের উদ্যোগ নেবেন’ এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, আগে বিএনপি অবরোধ প্রত্যাহার করুক। জ্বালাও-পোড়াও, নাশকতা বন্ধ করুক। তারপর এটা নিয়ে ভেবে দেখা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top