সকল মেনু

মত প্রকাশের স্বাধীনতা না থাকলেই জ্বালাও-পোড়াও হয়

46496নিজস্ব প্রতিবেদক :  বিরোধী মত প্রকাশের স্বাধীনতা না থাকলে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটে বলে মন্তব্য করছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে এসে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। এর আগে ড. মিজানুর রহমান হাসপাতালের বার্ন ইউনিটে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাদের সিকিৎসার খোঁজ-খবর নেন।
ড. মিজানুর রহমান বলেন, ভিন্নমত থাকলে তা প্রকাশের স্বাধীনতা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা কাম্য হতে পারে না।
আগামীতে কোনো শিক্ষার্থীকে যেন শঙ্কা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় সেই পরিবেশ সৃষ্টি করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।
ড. মিজানুর রহমান আগামী এসএসসি পরীক্ষার আগে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান।
তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনারও নিন্দা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top