সকল মেনু

প্রয়োজন হলে বিজিবি অস্ত্র ব্যবহার করবে

46491নিজস্ব প্রতিবেদক : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ বলেছেন, সিভিল প্রশাসন যতোদিন চাইবে বিজিবি ততোদিন দায়িত্ব পালন করে যাবে।

কোথাও যদি বিজিবি হামলা কিংবা নাশকতার শিকার হয় তাহলে আত্মরক্ষার্থে বিজিবি অস্ত্র ব্যবহার করবে। এছাড়া আর অন্য কোনো পথ নেই।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিজিবি হেডকোয়ার্টার্সে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যদিও এ দায়িত্ব পালন করা আমাদের পক্ষে কষ্টকর। লোকজন ছুটি পাবেনা। তারপরও দেশ ও জনগণের স্বার্থে আমরা এ দায়িত্ব পালন করবো ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top