সকল মেনু

সড়ক দুর্ঘটনার জন্য তদবির সংস্কৃতিই দায়ী- তথ্যমন্ত্রী

INUনিজস্ব প্রতিবেদক : অগণতান্ত্রিক শক্তির সঙ্গে বন্ধুত্ব করে গণতন্ত্র কায়েম সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, জঙ্গিবাদী গোষ্ঠী ও যুদ্ধাপরাধীদের ওকালতি করে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না। জাতীয় প্রেসক্লাবে বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ সময় দেশে সড়ক দুর্ঘটনার জন্য দুর্নীতি ও তদবির সংস্কৃতিকেও দায়ী করেন তথ্যমন্ত্রী।  তিনি বলেন, ঘাতক ড্রাইভারের পক্ষেও ওকালতি চলে। অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের পক্ষে কোনধরণের ওকালতি নয়। সত্য ও ন্যায়ের পথে আসতে হবে।

আইনের শাসন প্রতিষ্ঠা হলে সব ধরণের অনিয়ম ও বিশৃঙ্খলা বন্ধ হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সে পথেই অগ্রসর হচ্ছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top