সকল মেনু

বিচারকদের ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা

RABনিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বিচারকদের ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা। এটি রীতিমতো সন্ত্রাসী কাজ। নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য দেশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ম্যাজিস্ট্রেট আবদুল কাদেরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ফেনীতে অবরোধকারীদের হামলায় আহত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের।

দেশের মানুষের প্রতি অনুরোধ জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘যেখানেই সন্ত্রাসী কর্মকাণ্ড হবে বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজের জন্য কেউ একত্র হয়ে কোনো ষড়যন্ত্র করবে, তখনই আপনারা আমাদের খবর দেবেন। আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করব। নিরীহ মানুষের নিরাপত্তায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
বুধবার সকালে রংপুরে নাশকতার ঘটনার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা নাশকতা করছে, র‌্যাব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। র‌্যাব সৃষ্টির শুরু থেকেই যেকোনো ধরনের অপরাধের মোকাবিলা করে আসছে।’

সারা দেশে নাশকতার ব্যাপারে তিনি বলেন, র‌্যাব, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করছে।গাইবান্ধায় পুলিশের উপস্থিতিতে বেশ কয়েকটি গাড়িতে হামলার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারটি আমার জানা নেই। সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।’

মঙ্গলবার গুলশানে সাবেক প্রতিমন্ত্রীর ওপর হামলার ঘটনায় র‌্যাবের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি তদন্তাধীন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top