সকল মেনু

ইটিভি চেয়ারম্যানের রিমান্ড নামঞ্জুর

ETVকোর্ট রিপোর্টার : ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আব্দুস সালামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে তাকে ৫ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর শুনানি শেষে এই আদেশ দেন।

তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বর্তমানে ৫ দিনের রিমান্ডে রয়েছেন আব্দুস সালাম।

মঙ্গলবার ইটিভি চেয়ারম্যান আব্দুস সালামকে সিএমএম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন ক্যান্টনমেন্ট থানার তদন্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজার ইটিভির কার্যালয় থেকে বাসায় ফেরার পথে আব্দুস সালামকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে পর্নোগ্রাফি আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top