সকল মেনু

খালেদাকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে : ইনু

Inueকুষ্টিয়া প্রতিনিধি : নাশকতাকারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কঠিন সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, কোন গণতন্ত্র রাজনীতির পরিভাষায় ও রীতি-নীতিতে এই ধরনের নাশকতার কোন নজির নেই। বেগম খালেদা জিয়া যত বারের প্রধানমন্ত্রী হোক না কেন নাশকতার অন্তর্ঘাতের সাথে সম্পর্ক ছিন্ন না করলে তাকে কঠিন পরিণতির সন্মুখীন হতে হবে।

রবিবার কুষ্টিয়া সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, উনি অস্বাভাবিক আচরণ শুরু করেছেন। এই অস্বাভাবিক আচরণের পেছনে রহস্য রয়েছে এবং এই রহস্যটা প্রশাসনিকভাবে সমাধান করতে হবে।

ইনু আরো বলেন, আগেই বলেছি আমরা নাশকতার ব্যাপারে কঠোর হবো। পৃথিবীতে নাশকতার অন্তর্ঘাতকে যে পদ্ধতিতে দমন করা হয় সেই পদ্ধতিতে দমন করা হবে। সেখানে মুখ দেখে দল দেখে আমরা কাউকে তোয়াক্কা করবো না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top