সকল মেনু

১৮ জানুয়ারি খুলছে শাবি, ছাত্র রাজনীতি নিষিদ্ধ

80485_45211শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী ১৮ জানুয়ারি খুলে দেয়া হবে। শনিবার বিকাল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক  ড. মোঃ আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এছাড়াও পরবর্তী নির্দেশনা দেয়ার পূর্ব পর্যন্ত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে।

আগামী ১৭ জানুয়ারি শাবির আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে শুধুমাত্র হলের ভর্তিকৃত প্রকৃত শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। সকলকে তল্লাশি করে হলে ঢোকার সুযোগ দেয়া হবে। ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাফেরার জন্য সকল শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র সাথে রাখতে হবে।

এদিকে ছাত্রসংগঠনগুলোর সাথে কথা না বলে ক্যাম্পাস খুলে দেয়ায় ফের সংঘর্ষের আশংকা করছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর  ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় এক ছাত্রলীগ কর্মী নিহত হলে শাবি ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top