সকল মেনু

ছুটির দিনে জমে ওঠেছে বাণিজ্যমেলা

Trade-fare-holidayনিজস্ব প্রতিবেদক : ছুটির দিনে জমে ওঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। ক্রেতারা বলছেন, পণ্যসামগ্রীর দাম নাগালের বাইরে আর বিক্রেতারা বলছেন, ছুটির দিন হলেও অবরোধ আর বিশ্বইজতেমার কারণে বিক্রির লক্ষ্যমাত্রা অর্জণ নিয়ে শঙ্কায় শিল্প উদ্যোক্তারা।

দেশ বিদেশের শিল্প উদ্যোক্তাদের পণ্য সামগ্রী প্রদর্শনীর সবচেয়ে বড় আসর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

সুন্দরবনের আদলে গড়া ইকোপার্ক আর মিনি শিশুপার্ক বাণিজ্যমেলার আকর্ষন বাড়িয়েছে বহুগুন।

মুন্সিগঞ্জ থেকে খুকুকে নিয়ে বাণিজ্যমেলা দেখতে এসেছে এক পরিবার। কিছু কেনা হয়নি কারণ পন্যসামগ্রীর দাম নাগালের বাইরে।

এবারের বাণিজ্যমেলায় ৫শ ১৬ টি স্টল ও প্যাভিলিয়নে জায়গা পেয়েছে ইউরোপ, উত্তর আমেরিকাসহ চার মহাদেশের প্রায় অর্ধশতাধিক শিল্প উদ্যোক্তা। বিক্রেতারা বলছেন, ছুটির দিনগুলোতেও প্রত্যাশিত ক্রেতাসমাগম না হওয়ায় এ বছর বিক্রির লক্ষ্যমাত্রা অর্জণে হিমশিম খেতে হবে বেশিরভাগ উদ্যোক্তাকে।

৮০টি সিসি ক্যামেরার পাশাপাশি বিজিবি ওয়াচ টাওয়ারের মাধ্যমে মেলার সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত আছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। মেলায় প্রবেশ ফি প্রাপ্ত বয়স্কদের জন্য ৩০টাকা আর ২০ টাকা করে দিতে হচ্ছে শিশুদেরকেও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top