ইবি প্রতিনিধি : অনির্বায্য কারণে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামীকাল শনিবার ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, শুক্রবার সকালে শেখপাড়া বাজার থেকে ছাত্রদল ও শিবির যৌথভাবে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে আসলে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।
এসময় ধাওয়া পাল্টা হলে তাদের ছত্রভঙ্গ করতে ৪ থেকে ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।