সকল মেনু

জামায়াত শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

সিরাজগঞ্জনিজস্ব প্রতিবেদক : বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রিজের কাছে জামায়াত শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, উল্লাপাড়ার উলিপুর গ্রামের শিবিরকর্মী জান্নুল ও চৌকিদহ গ্রামের আব্দুল বাতেন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা শিবিরের সভাপতি সোলায়মান হোসেন ও অফিস সম্পাদক কিবরিয়াকে আটক করেছে। তাদের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গায়। এ সময় পুলিশ তিনটি ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, তিনটি ছুরি, ব্যানার ও একটি ডিসকভারি মোটর সাইকেল জব্দ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জামায়াত-শিবির নেতাকর্মীরা চৌকিদহ ব্রিজের কাছে টায়ার জ্বালিয়ে যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পুলিশের উপর আক্রমণ চালায়। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ শর্টগানের ৪ রাউন্ড গুলি ছুড়লে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সহকারী পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top