সকল মেনু

১৯ ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

80358_train trainমৌলভীবাজার প্রতিনিধি : ১৯ ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে। ফলে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হলো।

বৃহস্পতিবার রাত ১০টা ৫ মিনিটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন কুলাউড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন।

বুধবার রাত পৌনে ৩টার দিকে অবরোধকারীরা রেলপথের ফিসপ্লেট খুলে ফেলায় সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ার টিলাগাঁও রেল স্টেশনের অদূরে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হলে বন্ধ হয়ে যায়। এতে অন্তত ৫০ জন যাত্রী আহত হন। এ ঘটনার পরই সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top