সকল মেনু

‘পেটেন্ট আইন অব্যাহতির মেয়াদ হবে ২০২১ সাল পর্যন্ত’

Tafailনিজস্ব প্রতিবেদক : ‘ডব্লিটিও ট্রিপস’ অনুসারে ওষুধের ক্ষেত্রে ‘পেটেন্ট আইন বাস্তবায়ন সংক্রান্ত অব্যাহতির মেয়াদ’ ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বাড়ানোর জন্য উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘এশিয়া ফার্মা এক্সপো-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এছাড়াও বর্তমানে বিশ্বের প্রায় ৯০টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ওষুধ শিল্প রপ্তানিতে আন্তর্জাতিক বাজারে সুনাম অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ”ডব্লিটিও ট্রিপস’ অনুসারে ‘পেটেন্ট আইন বাস্তবায়ন সংক্রান্ত অব্যাহতির মেয়াদ ৩১ ডিসেম্বর এ বছর শেষ হবে, তবে এটি যাতে বাড়ানো যায় তাই আমি নিজেই সামনের মাসে জেনেভায় যাচ্ছি এবং সেখানে ট্রিপস নিয়ে একটি মিটিং হবে’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top