সকল মেনু

নোয়াখালীতে পুলিশ-অবরোধকারী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

46263নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর মাইজদীতে বিএনপি কর্মীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ২০ জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীতে যুবদলের দুই কর্মী নিহতের প্রতিবাদে ও সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মাইজদীর জজকোর্ট ও টাউনহল এলাকায় মিছিল করেছে ২০দলের নেতাকর্মীরা।
মিছিলটি শহরের প্রধান সড়কের দিকে আসার চেষ্টা করলে ধাওয়া দেয় পুলিশ। এ সময় পুলিশ গুলি ছুড়লে অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ২০ দলের ছয় নেতাকর্মীকে আটক করে পুলিশ। গুলিবিদ্ধ ও আটকদের নামপরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে বুধবার রাতভর অভিযান চালিয়ে ২০ দলের আরো ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতা এড়াতে ২০ দলের মিছিলকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে এক যুবদল কর্মী ও শিবিরকর্মী নিহত এবং ৩০ জন আহত হয়। এর প্রতিবাদে জেলা বিএনপি বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top