সকল মেনু

ঝিনাইদহে দু’দিন ব্যাপী অনলাইন আউটসোর্সিং কর্মশালা

Jheniddah-IT-traning-picআতিকুর রহমান টুটুল, ঝিনাইদহ প্রতিনিধি : “বাড়ী বসে বড়লোক” এ শ্লোগান কে প্রতিপাদ্য করে ঝিনাইদহে আইটি উদ্যোক্তাদের নিয়ে দু’দিন ব্যাপী অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড আব্দুল আলিম। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম, টিএমএসএস এর মাষ্টার ট্রেইনার নাজমুল হক, মাহমুদুল ইসলাম রুমেল, আবু রায়হান ও আব্দুর রশিদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগীতায় বেসরকারী সংগঠন টিএমএসএস এ কর্মশালার আয়োজন করে। এতে ঝিনাইদহের ৪টি উপজেলার ৫০ জন শিক্ষিত বেকার মহিলা ও যুবকরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top