সকল মেনু

বিএনপি’র ৭শ’ নেতা-কর্মীকে আসামি করে চাঁদপুরের হাজীগঞ্জে মামলা

চাঁদপুরমাকসুদুল আলম, চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৭শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ৮০ জনের নাম উল্লেখসহ অন্যদের অজ্ঞাত হিসেবে আসামি করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টা থেকে ১টা পর্যন্ত হাজীগঞ্জের টোরাগড় এলাকায় বিএনপি কর্মীদের সাথে পুলিশের কয়েক ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ টিয়ারসেল, রাবার বুলেট, চায়না রাইফেল ও শর্টগান সিসা’রসহ ৩শ’ ৫২ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, অবরোধের নামে বিএনপি কর্মীরা টোরাগড় এলাকায় কাভার্ড ভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে হামলা ও ভাংচুর করে আসছিল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে শাহরাস্তি, হাজীগঞ্জ, কচুয়া ও চাঁদপুর পুলিশ লাইনের পুলিশরা একযোগে এই অভিযান চালায়। ওই সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top