সকল মেনু

‘অসুস্থ হলেও আন্দোলন অব্যাহতে দৃঢ় খালেদা’

46242নিজস্ব প্রতিবেদক : গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়া অসুস্থ হলেও মানসিকভাবে ভেঙে পড়েননি বলে জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার।
বুধবার দুপুরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই প্রো-ভিসির সঙ্গে ইউট্যাবের একটি প্রতিনিধি দলও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
কার্যালয় থেকে বেরিয়ে ইউসুফ হায়দার বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। তিনি খুব বেশি কথা বলতে পারছেন না। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা সকালে ইউট্যাবের পক্ষ থেকে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের মাত্র ছয়জনকে কার্যালয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়।’
এই শিক্ষক নেতা প্রশ্ন রেখে বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- খালেদা জিয়া অবরুদ্ধ নন। তাহলে আমাদের প্রতিনিধি দলের অন্য সদস্যদের দেখা করতে দেয়া হলো না কেন?’
তিনি বলেন, ‘সাক্ষাতে খালেদা জিয়া অবিলম্বে নির্বাচনের আহ্বান জানিয়েছেন। তিনি মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখারও আহ্বান জানিয়েছেন।’
এক প্রশ্নের জবাবে ইউসুফ হায়দার বলেন, ‘খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে শক্ত রয়েছেন। আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ়তা প্রকাশ করেছেন।’
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে গুলশান কার্যালয়ে আসেন ইউট্যাব প্রতিনিধি দলটি। ইউট্যাব সভাপতি আ ফ ম ইউসুফ হায়দার ও সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার টফিসহ শিক্ষকদের প্রতিনিধি দলটি এ সময় খালেদা জিয়ার সঙ্গে দেথা করতে চাইলে সেখানে দায়িত্বরত পুলিশ তাদের বাধা দেয়।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পুলিশ কর্মকর্তারা পাঁচজনকে ভেতরে ঢোকার অনুমতি দেয়।
এর আগে সকালে সাংবাদিক মাহফুজ উল্লাহ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top