হট নিউজ ২৪ ডেস্ক : রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে চারজন নিহতের ঘটনার প্রতিবাদে তিন জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
রাজশাহী: পুঠিয়া উপজেলার বানেশ্বরে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে বিএনপি কর্মী মজির উদ্দিন মারা গেছে। কর্মী নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে রাজশাহী জেলা বিএনপি।
জেলা বিএনপির সভাপতি এডভোকেট নাদিম মোস্তাফা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নাটোর : জেলার তেবারিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে নাটোরে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
হরতালের খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জেও হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।