সকল মেনু

নেতাকর্মীদের সোচ্চার হতে ফখরুলের আহ্বান

46137নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘দল ও জোটের নেতাকর্মী ছাড়াও দেশপ্রেমিক-গণতান্ত্রিক শক্তিকে রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’

মির্জা আলমগীর বলেন, ‘যে কোনো মূল্যে গণতন্ত্র হত্যা দিবস পালনের মাধ্যমে ক্ষমতাসীনদের দম্ভ ও সেচ্ছাচারিতার উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধারাবাহিক ভাবে আন্দোলনকে যৌক্তিক পরিস্থিতিতে পৌঁছাবার জন্য দেশবাসীর সক্রিয় সমর্থন ও অংশগ্রহণ কামনা করছি।’

মির্জা ফখরুল বলেন, ‘শনিবার রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ক্ষমতাসীনরা দলের নেতাকর্মীদের কার্যালয়ের ধারে কাছেও ঘেঁষতে দিচ্ছে না।’

‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ‘গণতন্ত্রকামী’ মানুষ উন্মুখ হয়ে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ২০ দলীয় জোট শান্তিপূর্ন ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। এ কারণে সরকার সারা দেশে গ্রেফতার ও হয়রানির তা-ব শুরু করেছে।

তিনি দাবি করেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সবাইকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের এ আচরণ প্রকাশ করার কানো ভাষা নেই। ন্যায়সঙ্গত আন্দোলনের মাধ্যমেই কেবল এসব অপকর্মের জবাব দেওয়া সম্ভব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top