নিজস্ব প্রতিবেদক : পুলিশের বাধায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের কার্যালয়ে গেলেও দেখা করতে পারেননি বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
এতে ক্ষুব্ধ প্রতিক্রয়া জানিয়ে বি চৌধুরী বলেছেন, এ ঘটনা ন্যক্কারজনক। এ সময় বিএনপির মহিলা দলের কয়েকজন সদস্য ঐ এলাকায় মিছিলের চেষ্টা করলে পুলিশ চারজনকে আটক করেছে। এদিকে, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।