সকল মেনু

জাতীয় প্রেসক্লাবে আগামি ৫ জানুয়ারি সাংবাদিক সমাবেশ

  হটনিউজ ডেস্ক,ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আগামি ৫ জানুয়ারি’১৫ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সকল গণমাধ্যমে অবিলম্বে সর্বশেষ বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ প্রদান, এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরুদ্ধে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ ৩ জানুয়ারি শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এক যৌথ বিবৃতিতে এই সমাবেশ আহবান করেন। বিবৃতিতে নেতারা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা জানিয়ে বলেন, সর্বশেষ বেতন বোর্ড রোয়েদাদ ঘোষণার পর দু’ বছরেরও বেশি সময় পার হলেও অনেক গণমাধ্যমে এখনও বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন হয়নি। তাছাড়া পেশাদার সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবে সদস্য পদ প্রদানের দীর্ঘদিনের দাবি ঝুলিয়ে রেখে একটি মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একই সঙ্গে সারাদেশে ফের সন্ত্রাস ও জঙ্গিবাদীদের আষ্ফালন এবং তাদের লেলিয়ে দিয়ে একটি মহল ঘোলাজলে মাছ শিকারের যে ষড়যন্ত্র শুরু করেছে, তা গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক সমাজ নিরবে মেনে নিতে পারেনা। নেতৃবৃন্দ আগামি ৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত সাংবাদিক সমাবেশে স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল স্তরের সাংাদিকদের অংশ গ্রহণের আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top