সকল মেনু

বাংলার মানুষ তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে-মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘খালেদা পুত্র অনেক অন্যায় করেছে। ছেলের পক্ষ থেকে মা ক্ষমা চাইলে বাংলার জনগণ ক্ষমা করে দিতে পারে। তাহলে তাদেরকে সভা-সমাবেশও করতে দিতে পারে। না হলে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে।’

শনিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর ১৪ দলের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মায়া বলেন, ‘গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ঢাকায় ১৬টি পয়েন্টে ঢাকাবাসীর অবস্থান থাকবে। আপনারা মাঠে নামবেন কীভাবে? কোনো দফা-টফা দিয়ে কাজ হবে না। দফা একটাই আপনি ভালো হয়ে যান। আপনি হলেন জঙ্গিবাদ জামায়াতের আমির। এছাড়া আপনার কোনো অস্থিত নেই।

বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে হুঁশিয়ারি দিয়ে নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘১৪ দলকে সঙ্গে নিয়ে আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবো আমরা। ওই দিনটি আমাদের, সেই দিন কাউকে মাঠে নামতে দেয়া হবে না। মাঠ থাকবে আওয়ামী লীগের দখলে।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দয়া করে ৫ জানুয়ারি মাঠে নামার চেষ্টা করবেন না। সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না। কোনো ধরনের সংঘাত হলে তার দায়ভার বিএনপির উপর বর্তাবে। প্রতিটি নির্বাচনী এলাকায় আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে। কোনো নাশকতা করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’

গত ৩১ ডিসেম্বর খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের সমালোচনা করে কামরুল বলেন, ‘ওইদিন খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন, প্রকৃত পক্ষে তিনি এরকম নরম সুরে কথা বলেন না। তার এ বক্তব্য একটা আইওয়াস ছাড়া কিছুই নয়।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলনসহ নগর ১৪ দলের নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top