সকল মেনু

রংপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 রংপুর অফিস: রংপুরে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মষুচির মধ্যে ছিল  শনিবার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষণ মাইকে প্রচার এবং তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান, শোভাযাত্রা ও সমাবেশ। রংপুর  টাউন হলে কর্মসুচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ। পরে ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভঅপতি সাফিউর রহমান সফি, সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি অ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান কানন প্রমুখ। সমাবেশে বক্তারা আগামী ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবসে বিএনপি-জামায়াত-শিবিরের নাশকতা রুখতে ছাত্রলীগনেতাকর্মীরা মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে একটি আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top