
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশের অনুমতির বিষয়ে জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যান বিএনপির ৩ সদস্যদের প্রতিনিধি দল। অপর ২ সদস্য হলেন- দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এবং বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, সমাবেশের অনুমতির বিষয়ে জানতে আমরা ডিএমপি কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে দায়িত্বশীল কেউ ছিল না। ফলে আমরা কারো সঙ্গে কথা বলতে পারিনি।
তিনি বলেন, অনুমতি না পেলেও আগামী ৫ জানুয়ারি বিএনপি সমাবেশ করবে।
এর আগে শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমদ জানিয়েছেন, অনুমতি না পেলেও নয়াপল্টনে সমাবেশ করা হবে।
প্রসঙ্গত, বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস ঘোষণা করে কর্মসূচি ঘোষণা করেন।