সকল মেনু

আরো যাত্রীর লাশ উদ্ধার এয়ার এশিয়ার

  ডেস্ক রিপোর্ট : এয়ারএশিয়ার ফ্লাইট কিউজেড৮৫০১ নিখোঁজের পাঁচ দিন পর বিমানটির আরো যাত্রীর লাশ জাভা সাগর থেকে ‍উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট উদ্ধার হওয়া লাশের সংখ্যা দাঁড়ালো ৩০। তবে এ পর্যন্ত ৩০ জন যাত্রীর লাশ উদ্ধার করা হলেও কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ইন্দোনেশিয়ার উদ্ধারকারী কর্মকর্তারা শনিবার এ খবর জানিয়েছেন।

গত রোববার ইন্দোনেশিয়ার এয়ারএশিয়ার বিমান এয়ারবাস এ৩২০ দেশটির সুরবায়া থেকে সিঙ্গাপুর যাবার পথে ১৬২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। এরপর থেকেই বিমানটির অনুসন্ধানে নামে ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশ। জাভা সাগরে বিমানটি বিধ্বস্ত হয়েছে জানার পর শুরু হয়ে উদ্ধার অভিযান।

বিধ্বস্ত বিমান ও এর ব্ল্যাক বক্স অনুসন্ধানে সহায়তার জন্য বিভিন্ন দেশ থেকে বিশেষ যন্ত্রপাতি এসে পৌঁছেছে। তবে সাগর উত্তাল থাকায় এখন পর্যন্ত সেগুলো ব্যবহার সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত বিমানটি জাভা সাগরের তলানিতে অবস্থান করছে। এখন পর্যন্ত বিমান বিধ্বস্তের কারণ জানা সম্ভব হয়নি।

তথ্যসূত্র : বিবিসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top