সকল মেনু

মোচিক শ্রমিক ইউনিয়ন নির্বাচন ৫ জানুয়ারী প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক ইউনিয়নের নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে। নির্বাচনী তফসিল ঘোষণা পর থেকে প্রচার প্রচারণা এখন তুঙ্গে। কাকডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে । আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে নির্বাচন । আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে ২৫টি পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।যুগ্ন নির্বাচন কমিশনার সোহেল আহমেদ জানান, ৯৭৭ জন ভোটার ভোট প্রদান করবেন । প্রতিদিন সন্ধ্যা হলেই সরগমর হয়ে উঠছে মিল ক্যাম্পাস। নির্বাচনী আলাপ আলোচনা আর প্রার্থীদের বিভিন্ন গুন বিচারের ঝড় উঠছে মিলের ক্যান্টিনের চায়ের কাপে।জানা গেছে, সভাপতির একটি পদে ৩জন প্রার্থী লড়ছেন। তারা হচ্ছেন, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সভাপতি রবিউল ইসলাম নবী ও আব্দুল মতিন খা। সাধারণ সম্পাদক পদে লড়ছেন ২ জন। এরা হচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক আবু সেলিম রেজা (কাজী সেলিম) ও সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান। সহ-সভাপতির ২ টি পদে প্রার্থী হচ্ছেন ৫ জন। তারা হলেন, আমির হামজা বাবলু, , আব্দুস সাত্তার, জালাল উদ্দীন, আনোয়ার হোসেন, লতিফুল ইসলাম।সহ-সাধারণ সম্পাদকের ২টি পদে প্রার্থী হলেন, ৪ জন। এরা হলেন, সাইফুদ্দীন খালিদ পিকুল, রফিকুল ইসলাম রফি, মাহামুদুল হাসান কফিল, বাবলুর রহমান সাংগঠনিক সম্পাদকের ১ টি পদে প্রার্থী ৩ জন। তারা হলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দার রহমান, কবীর হুসাইন ও লাল্টু মন্ডল। কোষাধ্যরে একটি পদের বিপরীতে প্রার্থী ৩ জন। তারা হলেন, নাজমূল ইসলাম, আকবার জোয়ার্দ্দার ও শাহাবুদ্দীন। প্রচার সম্পাদকের একটি পদে প্রার্থী হলেন, শাহাজাহান আলী, আবু সাঈদ ও কামাল হোসেন। ক্রীড়া সম্পাদকের একটি পদে প্রার্থী ৩ জন। তারা হলেন, রুহুল কুদ্দুস, ফজের আলী ও সবুর হোসেন। দপ্তর সম্পাদকের ১টি পদের বিপরীতে প্রার্থী হলেন ৩ জন। এরা হলেন, সাগর হোসেন, ফিরোজ আহম্মেদ ও ওমর আলী। এছাড়া কার্যকারী সদস্যের ১৪ পদে অর্ধশতাধিক ব্যক্তি লড়ছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top