সকল মেনু

মৌলভীবাজারে জাতীয় সমাজসেবা দিবস পালিত

 মৌলভীবাজার প্রতিনিধি:“সমাজসেবার দিন বদলে এগিয়ে যাবো সমান তালে ”এবারের প্রতিবাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক,সংগঠনএনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী,আলোচনা সভা,ভ্রাতা, চেক ও হুইল চেয়ার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। জেলা প্রশাসকের কার্যালয় হতে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে এম,সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে এসে শেষ হয়। অতিরিক্তি জেলা প্রশাসক জহিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন অরবিন্দ সেনগুপ্ত, মিহির দেব মিন্টু, চন্দন পাল,সাইফুর রহমান বাবুল,সৈয়দ নওশের আলী খোকন, নজমুল হক প্রমুখ। সমাজকল্যান মন্ত্রীসহ অতিথিরা সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে দুঃস্থ,অসহায়,প্রতিবন্ধীদের মধ্যে নগদ ১৫ লক্ষ ৫০হাজার চেক ও হুইল  চেয়ার বিতরন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top