সকল মেনু

রংপুর বিভাগে ৩ কোটি ৫৯ লাখ নতুন বই বিতরন

rongpurইকবাল হোসেন, রংপুর প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনই রংপুর বিভাগে ৩ কোটি ৫৯ লাখেরও বেশি নতুন বই পেল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বই বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
রংপুর বিভাগীয় শিক্ষা অফিস সুত্রে জানা গেছে ৮ জেলায় ৫ হাজার ৪৭৪ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ৭৪৩ জন। এদের মধ্যে বই দেওয়া হয়েছে ২ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৯২১ সেট। একইভাবে বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬ হাজার ৩০৬টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্র্থীর সংখ্যা ১ কোটি ৩২ লাখ ৯২ হাজার ৪৭১ জন। তাদের মধ্যে ১ কোটি ৩২ লাখ ৯২ হাজার ৪৭১ বই বিতরণ করা হয়েছে।
এরমধ্যে রংপুর জেলায় ১ হাজার ৯৯৪ প্রাথমিক বিদ্যালয়ে ২২ লাখ ৫০ হাজার বই বিতরণ করা হয়। আর মাধ্যমিক ৬৬৫ শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ ২১ হাজার ৪৩৫ শিক্ষার্থীর মধ্যে ৪০ লাখ ৮৫ হাজার ৬৯৫ সেট বই বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও জিলা স্কুল মাঠে বই বিতরন অনুষ্ঠানের  উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মুহম্মদ দিলোয়ার বখ্ত। রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তনিমা তাসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতর রংপুর বিভাগের উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ তালুকদার, সাবেক পৌরসভার চেয়ারম্যান কাজী মোঃ জুন্নুন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top