সকল মেনু

ধোনির টেস্ট ক্রিকেট ছেড়ে দেয়ার সিদ্ধান্ত ভুল

gangulyক্রিড়া প্রতিবেদক : মহেন্দ্র সিং ধোনির পুরোপুরি টেস্ট ক্রিকেট ছেড়ে দেয়ায় বিস্মিত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সুনিল গাভাস্কারের মতো গাঙ্গুলিও মনে করছেন অধিনায়ক থাকতে না চাইলেও ধোনির উচিত ছিল টেস্ট ক্রিকেট অব্যাহত রাখা।

মেলবোর্নে তৃতীয় টেস্ট ড্র হওয়ার পরপরই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি। ইতোমধ্যেই সিরিজ হারানো এবং ৬ জানুয়ারি সিডনিতে শুরু হওয়া চতুর্থ টেস্ট এখন ডেড রাবার হওয়ায় সমালোচকরা ধোনির অবসর নেয়ার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। গাঙ্গুলিও সময় নিয়ে প্রশ্ন তুলেছেন।

গাঙ্গুলি বলেন, ধোনি যদি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতেন এবং আরো কয়েক বছর খেলা চালিয়ে যেতেন তবে তা থেকে ভারতীয় ক্রিকেট নিঃসন্দেহে উপকৃত হতো।

হিন্দুস্তান টাইমস পত্রিকায় নিজের কলামে গাঙ্গুলি লিখেছেন, ‘আমি মনে করছি অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু টেস্ট ক্রিকেট ছেড়ে দেয়া একটা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করছি না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top